July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ইসলামে হজের গুরুত্ব ও ফজিলত

হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ মূলত শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে সক্ষম মুসলিমদের ওপর ফরজ একটি ইবাদত, যা প্রতি বছর একবার, জিলহজ মাসে মক্কায় পালন করা হয়।

 

হজের গুরুত্ব:হজ ইসলামের পঞ্চম স্তম্ভ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:“ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত… এর একটি হলো, হজ করা।”

(সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

হজ পালন করা আল্লাহর একটি স্পষ্ট আদেশ:মানুষের প্রতি আল্লাহর ঘরের হজ করা ফরজ, যাহার সেখানে যাওয়ার সামর্থ্য রাখে তাদের জন্য।”

(সূরা আলে ইমরান, আয়াত- ৯৭)

গুনাহ মাফের অন্যতম সুযোগ হল হজ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন:“যে ব্যক্তি হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকল, সে হজ থেকে ফিরে আসে এমন অবস্থায়, যেন সে তার মায়ের গর্ভ থেকে সদ্য জন্ম নিয়েছে।”

(সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

কবুল হজে জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে ।

রাসুল (সা.) বলেছেন:“সুচারুরূপে আদায় করা হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।”(সহীহ বুখারী ও সহীহ মুসলিম)

হজ একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক

হজে বিশ্বজুড়ে মুসলমানরা একত্রিত হয়ে একই পোশাকে, একই নিয়মে ইবাদত করে। এতে জাতি, বর্ণ ও শ্রেণিভেদে ভ্রাতৃত্ব ও সাম্যের চর্চা হয়।

আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের পথ হল হজ

হজ একজন মুসলিমকে ধৈর্য, কৃতজ্ঞতা, সহমর্মিতা ও আত্মসংযমের শিক্ষা দেয়।

হজ কেবল একটি আচার নয়, বরং এটি একজন মুসলিমের আত্মিক ও নৈতিক উন্নতির অন্যতম মাধ্যম। তাই যারা আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান, তাদের জন্য হজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যক এক ফরজ ইবাদত।

আল্লাহ আমাদের সকলকে কবুল হজ করার তৌফিক দান করুন।

আমীন।

 

মাও. মুফতি মোহাম্মাদ উল্লাহ্।

খতীব: চকলোকমান কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া সদর।

পরিচালক: সরকার বাড়ি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা।

Viewed 1350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!