বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আল আমিনের শাস্তির দাবিতে নিহত দুলু’র পরিবারের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের ডাকুরচক মধ্যপাড়ার সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন চাচা দুলূ প্রামাণিক’কে হত্যার পর এবার মামলা প্রত্যাহার করতে তার পরিবারের লোকজনদের হত্যার হুমকী প্রদান করেছে। এর প্রতিবাদ ও নিরাত্তা চেয়ে দুলু প্রামাণিক এর পরিবারের সদস্য এবং এলাকাবাসি মানববন্ধন করে।
গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে নিহত দুলু প্রামাণিকের ছেলে মো: সাজু এসব দাবি করেন। তিনি জানান, বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, ভূমি দস্যু, এলাকায় জোরপূর্বক বালু ব্যবসায়ী, এবং প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন কারি সন্ত্রাসী আল আমিন গত জানুয়ারী মাসে তার বাবা দুলু প্রামাণিক কে ধারালো অস্ত্র দিকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এরপর সে আদালত থেকে জামিনে বে’র হয়ে এসে বাদীর পরিবারকে মামলা প্রত্যাহার করে নিতে চাপ দিতে থাকে। মামলা প্রত্যাহার করে না নেয়ায় সে তাদের নামে মিথ্যা মামলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আল আমিন মামলা তুলে নিতে আবারো দুলু প্রামাণিকের পরিবারের প্রতি চাপ সৃস্টি করে। আর তাতে রাজি না হলে সে পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে। এতে দুলু’র পরিবারের সদস্যরা নিরাপত্তাহীন জীবন-যাপন করছে।
তারা তাদের নিরাপত্তা ও খুনী,সন্ত্রাসী আল আমিনকে গ্রেফতার এবং খুনের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত দুলু’র ছেলে মো: সাজু, ডাকুরচক গ্রামের তোতা মিয়া,সাফিন, জাকিরুল, জনি, মাহফুজারসহ নারী-পুরুষ ও কিশোররা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
Viewed 770 times