July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েসনের চাকুরী স্থায়ীকরনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ সারাদেশের সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী স্থায়ীকরণ ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার হাতে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ এক্সট্রা মোহরার(নকল নবিস) এসোসিয়েসন বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, সারাদেশের ৪৯৭টি সাব রেজিস্ট্রি অফিসে মাত্র ৯৭৩টি স্থায়ী মোহরার পদ রয়েছে। যা দিয়ে রেজিস্ট্রি অফিসের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সেবা প্রার্থীকে কাঙ্খিত সেবা প্রদান করা কঠিন। আর ঐ সমস্ত কার্যালয়ে সামান্য পারিশ্রমিকে ১৫ হাজার ৬৮২ জন অস্থায়ী ভিত্তিতে কাজ করে দেশের মানুষদের সেবা প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এসব অস্থায়ী নকল নবীশরা কাজ না করলে সামান্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হন, অন্যদিকে সরকার বড় অঙ্কের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়ে থাকে।

এদিকে ১৫ হাজার ৬৮২ জন নকল নবীসদের চাকুরী স্থায়ী করণ দাবিতে আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর আইন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দেন । দাবি পর্যালোচনা করে সুপারিশ প্রনয়ন সংক্রান্ত কমিটি প্রতিবেদন দাখিল করেন। তার পরিপেক্ষিতে নকল নবীশদের আন্দোলনের দাবি উপেক্ষা ও হতাশ করে মাত্র ৫ হাজার ৯০৬ জনের চাকুরী স্থায়ী করণের সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

আগামি অর্থ বাজেট ঘোষণার পুর্বেই সারা দেশের ১৫ হাজার ৬৮২ জন নকল নবীশদের চাকুরী স্থায়ী করণের জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের আহবায়ক মো: আব্দুর রশিদ, সদস্য সচিব মো: আতাউর রহমান পিন্টুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Viewed 1030 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!