বগুড়া গাবতলীতে ৩ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বগুড়া গাবতলী উপজেলার মহিসাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের জনৈক মোঃ সাব্বির হোসেনের পুত্র মোঃ জাকারিয়া (৩০) রাজমিস্ত্রিকে মোবাইল ফোনে কাজের কথা বলে কৌশলে ডেকে নিয়ে আটক করে অপহরনকারী। ভিকটিমের পরিবার মোবাইল ফোনে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করেও তাকে পায়না।
গত ২৯ মে সকাল আনুমানিক ৯ টায় প্রথমে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে, অপহরনকারীরা।
ভিকটিমের স্ত্রী নিলুফা বেগম প্রথমে ১০ হাজার টাকা মোবাইল ফোনে অপহরনকারীদের দেন।
এরপরেও স্বামী জাকারিয়াকে ছেড়ে না দিয়ে, অপহরনকারীরা পুনরায় আবার এক লক্ষ টাকার দাবী করে ও ভিকটিমের স্ত্রী নিলুফাকে মোবাইল ফোনে মারপিটের শব্দ শুনায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে গাবতলী থানায় ভিকটিমের স্ত্রী নিলুফা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
প্রাথমিক ভাবে তদন্তের অভিযোগের সত্যতা পাওয়া যায় এর ফলে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল দেবনাথ ও একটি টিমের সহযোগিতায় আজ শুক্রবার গভীর রাতে বগুড়া শেরপুর উপজেলার কুসুমদী ইউনিয়নের টুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে, বিনজু মিয়া ওরফে রকি(২৫), পিতা আব্দুল খলিল, সাং রথিরাম পাঠানপাড়া, থানা রাজারহাট, জেলা কুড়িগ্রাম, মোঃ রাসেল শেখ (২৬), পিতা গোলাম মোস্তফা, রাজু আহমেদ (২৩), পিতা মৃত খোকা প্রামানিক, উভয় সাং বনমরিচা, শেরপুর -বগুড়াদের গ্রেফতার করা হয়।
তাদের হেফাজতে থাকা ভিকটিম জাকারিয়াকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরনকারীরা অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।
Viewed 2310 times