বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ ছাত্র উদ্ধার কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অপহৃত ৩ জন ছাত্র উদ্ধার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার।
শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ৩ ছাত্রকে মুক্তিপণের জন্য অপহরণ করে। পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করে।
আজ শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি সেনা টহল দল মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে অপহৃত ৩ ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন ৪ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।
গ্রেফতারকৃত আসামিরা হলো, মো. আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মো. মাসুম আলম নায়েম (২৭) ও মো. মেহেদী হাসান (২৩)। জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে অপহরণ পরিস্থিতির সফল অবসান ঘটেছে।স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকরী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Viewed 260 times