বগুড়া চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার পলাতক আসামি রনি ও রুকু গাজীপুর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: গত ১৩ জুন বিকাল অনুমানিক ৪ টা ১৫ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন ভিকটিম রবিউল ইসলাম বিদ্যুৎ (৩৩) কে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানসহ বাম হাতের কব্জির উপরে ও কুনইতে রক্তাক্ত ও তল পেটের ডান পার্শ্বে স্টেপ করিলে চাকু পেটের মধ্যে ঢুকে গিয়া খাদ্যনালী কেটে যাওয়াসহ নাড়িভুঁড়ি বাহির হয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসপি, বগুড়া আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজিপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহার নামীয় পালাতক আসামী মোঃ রনি (৩৮) ও পলাতক আসামী মোঃ রুকু (১৯) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরে একটি যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রনি (৩৮) পিতা মোঃ আজিজুল, সাং-বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়া, থানা-সদর, জেলা-বগুড়া ও আসামী মোঃ রুকু (১৯) পিতা মোঃ রনি, সাং-বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়াকে ৩টি বাটন মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ফোনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
Viewed 200 times