বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহবায়ক কমিটি। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টার দিকে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া প্রেসক্লাব নির্বাচন ২০২৫ এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক উত্তরকোণ পত্রিকার প্রকাশক সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়ার সম্পাদক রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম এর পরিচালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস।
পরে আহবায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
Viewed 5030 times