পাকিস্তানের ওয়াজিরিস্তানে ভলিবল খেলার মাঠে বোমা বিস্ফোরণে আহত:১৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের লোয়ার ওয়ানা তহসিলের বারমাল এলাকায় একটি ভলিবল মাঠে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রীতি ভলিবল ম্যাচ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ফলে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শক ও খেলোয়াড়দের মধ্যে হুলস্থুল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে ভারি গুলিবর্ষণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
Viewed 520 times