July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

এবার ইলন মাস্ককে ‘চমৎকার মানুষ’ বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনো মনে করেন ইলন মাস্ক একজন ‘চমৎকার মানুষ’। যদিও মাস্ক সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত ৫ ট্রিলিয়ন ডলারের বাজেট বিলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। খবর আরটির।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার এক্স-এ এই বিলকে ‘সম্পূর্ণ উন্মাদনা’ বলে মন্তব্য করেন এবং আশঙ্কা প্রকাশ করেন, এটি যুক্তরাষ্ট্রকে ‘ঋণের দাসত্বে’ ঠেলে দেবে এবং কোটি কোটি চাকরি নষ্ট হবে। তা সত্ত্বেও, সিনেটে এই বাজেট বিল অনুমোদনের পথে এগিয়ে গেছে।

সম্প্রতি মাস্ক সরকারি দক্ষতা বিভাগের প্রধানের (ডিওজিই) পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই ট্রাম্প ও মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। মাস্ক এরপর ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও শুরু করেন এবং এমনকি তাকে জেফরি এপস্টাইনের সঙ্গেও জড়ান, যদিও পরে সেই পোস্ট মুছে দেন এবং স্বীকার করেন, ‘কিছু মন্তব্য হয়তো বেশি হয়ে গেছে’।

রোববার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি সে (মাস্ক) একজন চমৎকার মানুষ। আমি তার সঙ্গে এখন তেমন যোগাযোগ রাখি না, তবে আমি জানি সে ভালো করবে। সে খুবই মেধাবী।

প্রসঙ্গত, ট্রাম্পের ‘বড় ও সুন্দর বাজেট বিল’ যুক্তরাষ্ট্রের ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর লক্ষ্য সামরিক খাতে ব্যয় বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ। তবে মাস্কসহ অনেক অর্থনীতিবিদ এ বিলকে অর্থনৈতিক আত্মঘাতী পদক্ষেপ বলে মনে করছেন।

Viewed 130 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!