বীরের প্রতিক্ষা

বীরের প্রতিক্ষা
লেখকঃআতিকুল ইসলাম বিপ্লব।
অমানিশার প্রহর হবে, হবেই শেষ!
জনতার মাঝে ফিরবে তুমি
গড়বে সোনার বাংলাদেশ।
তোমার প্রতিক্ষায় এখনো জেগে,
বিশ কোটি বাঙ্গালীর আহত প্রাণ।
মুক্তির দিশারি হয়ে তুমি সমুন্নত রাখবে মান।
তোমার মত আর কে আছে বলো
ধরিবে এ বেহাল দেশের হাল
ভোগবাজি আর তেলেসমাতিতে
ক্ষমতা আজ বেশামাল।
তুমি বীরের বেশে আসবে দেশে
হে অকুতোভয়ী মেহেরবান
তুমি শ্রেষ্ঠ বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান
জনতার প্রাণ, তারেক রহমান।
মোঃআতিকুল ইসলাম বিপ্লব।ছাত্রদল নেতা,সরকারি আজিজুল হক কলেজ শাখা,বগুড়া।
Viewed 8080 times