July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় যাত্রা শুরু করলো ট্রাভেল গুরুস ও টেক গুরুস

সঞ্জু রায়,বগুড়াঃ ঢাকা, ফেনী ও কুমিল্লার পর ৪র্থ শাখা হিসেবে এবার উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় যাত্রা শুরু করলো ট্রাভেল গুরুস ও টেক গুরুস। মঙ্গলবার বিকেলে শহরের আল-আমিন কমপ্লেক্সের ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক কর্তনের মাধ্যমে শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা ও সিইও মো: শাহজালাল।

ট্রাভেল গুরুস ও টেক গুরুস’র এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও অপারেশন ম্যানেজার মোঃ আলাউদ্দিন এর ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ণাঙ্গ ট্রাভেল এজেন্সী হিসেবে বগুড়ায় যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান প্রসঙ্গে সিইও শাহজালাল বলেন, বিশ্বের যেকোনো দেশের ট্যুরিস্ট ভিসা সেবা যেখানে বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনভুক্ত দেশসমূহের ভিসা প্রসেসিংয়ে ট্রাভেল গুরুস দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। এছাড়াও সরাসরি প্রথম সারির এয়ার লাইন্সগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে সাশ্রয়ী দামে বিমান টিকিটের নিশ্চয়তা, দেশ-বিদেশের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, হোটেল বুকিংসহ সব ধরণের সেবা দিয়ে যাচ্ছেন। বগুড়ায় উদ্বোধন উপলক্ষেও তারা বেশ কিছু আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছেন যার মাঝে ৮৩ হাজার টাকায় ৭ দিনের শ্রীলংকা-মালদ্বীপ কম্বো ট্যুর, ৪৬ হাজার ৫’শ টাকায় সবকিছু মিলিয়ে হিমালয়ের দেশ নেপাল ভ্রমণ, ৯৫ হাজার টাকায় একসাথে ৩ দেশ যথাক্রমে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ভ্রমণ প্যাকেজ উল্লেখযোগ্য। এছাড়াও একই ঠিকানায় এই প্রথম বগুড়াতে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে টেক গুরুস। আধুনিক মোবাইল সার্ভিসিং সেন্টারের পাশাপাশি এটি ভূমিকা রাখবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। যেখানে যে কেউ মাত্র ৩ মাসে দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ পাবেন। উদ্বোধনী উপলক্ষে ৩ মাসের মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্সে বগুড়াবাসীর জন্যে ৫০% বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। যার ফলে ২০ হাজার নয় মাত্র ১০ হাজার টাকায় এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন আগ্রহীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও উত্তরা বাইক সেন্টারের সত্ত্বাধিকারী আবু মোত্তালেব মানিক, বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহমান, তুবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ, টিএমএসএস মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পলাশ হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি মাহমুদ, মোবাইল ব্যবসায়ী নেতা আবু সাঈদ সিদ্দিকীসহ বগুড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা। পরিশেষে প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Viewed 220 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!