বাসুদের দল

বাসুদের দল
লেখকঃখোকন সরদার
দালালী আর চামচামিতে সমাজটা আজ ভরা,
তেল কচু দিতে পারলেই তারা হয় সেরা।
ছোট ভাই শাসন কর্তা মেঝো ভাইয়ের বল,
সেজো ভাই চামুচ বাদী, বাপ বাসুদের দল।
সমাজ গঠন তারাই করে, তারাই বিচারপতি
তারাই আবার গং সমাজে নীরবে করে ক্ষতি।
সমাজ নামে সংসার আজ বেহাল পরিনতি,
শাসন কর্তা নামে আজ সমাজ অবনতি।
সুস্থ নীতির কারবারি আজ উঠে গেছে চাঁদে,
তাই সহজ সরল স্বভাব আজ নীরবে কাঁদে।
যে সমাজের আঁখি ছলছল নিয়ম রসাতলে,
সেই সমাজের অবনতি অবিরত চলে।
নিয়ম নীতির ধার ধারেনা পদ পদবির বলে,
সুস্থ নীতির কারবারি আজ নিয়ে গেছে চিলে।
Viewed 400 times