বগুড়ার চাঞ্চল্যকর নূর আলম হত্যাকান্ডের ০১ ও ০৪ নং আসামি RAB-12 জালে আটক

- “নূর আলম হত্যাকাণ্ডের রহস্য কি ছিল” শিরোনামে সংবাদ প্রকাশের দুই সপ্তাহের মধ্যে ০১ ও ০৪ নং আসামি RAB-12 হাতে গ্রেফতার।
বিজ্ঞাপন
আশিক সুজন,বগুড়াঃ বগুড়ার চাঞ্চল্যকর নূর আলম হত্যাকাণ্ডের ০১ ও ০৪ নং আসামি RAB-12 হাতে গ্রেফতার। গত ০৫’ই আগস্ট ২০২৪ ইং আনুমানিক রাত ৭:৩০ মিনিটে নূর আলম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নূর আলম বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মোঃমোফাজ্জল হোসেনের কনিষ্ঠ পুত্র।আজ আনুমানিক বিকাল ৬:১৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে খরনা এক নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও নূর আলম হত্যাকাণ্ডের ০১ নং আসামি ও হুকুমদাতা মোঃআব্দুল বাসেদ আকন্দ ও মামলা এজাহার ভুক্ত ০৪ নং আসামি জহুরুল ইসলাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২ হাতে আটক।
গত দুই সপ্তাহ আগে “নূর আলমের হত্যাকাণ্ডের রহস্য কি ছিল” দৈনিক বাংলাদেশ সমাচার, জার্নাল বি ডি ও দৈনিক আমার ভাষায় সংবাদ প্রকাশে দুই সপ্তাহ পরে RAB-12 চৌকস টিমের অভিযানে শাজাহানপুর উপজেলার দেশমা বাজার থেকে নূর আলম হত্যাকাণ্ডের মূল আসামি মোঃআব্দুল বাসের আকন্দ ও মামলার ৪ নং আসামি জরুল ইসলাম কে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামিদের শাজাহানপুর থানায় হস্তান্তর করেন RAB-12 বগুড়া।
এই বিষয়ে শাজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃওয়াদুদ আলম বলেন, নূর আলম হত্যাকাণ্ডে দুইজন আসামিকে গ্রেফতার করে RAB-12 বগুড়া।গ্রেফতারকৃত আসামিদেরকে শাহাজাহানপুর থানায় জমা দেন RAB-12 কর্তৃপক্ষ।দুইজন আসামিরা হলেন,মোঃ আব্দুল বাসেদ আকন্দ অপরজন হলেন মোঃজহুরুল ইসলাম।আসামিদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে নুর আলমের মা মোছাঃনাসিমা খাতুন দৈনিক আমার ভাষাকে বলেন, আমার ছোট ছেলে নূর আলম কে ০৫’ই আগস্ট ২০২৪ ইং তারিখে আনুমানিক রাত ৭:৩০ মিনিটে সন্ত্রাসীরা করে।মামলার ৭ নং আসামি হুরায়রা নতুন কে শাহাজাহানপুর দেশমা থেকে গ্রেফতার করে শাহজাহানপুর থানা পুলিশ।অতঃপর ৬ নং আসামী নাদিমকে ১৯’শে এপ্রিল ২০২৫ ইং তারিখে বার্মিজ চাকু সহ গ্রেফতার করে নারুলি ফাঁড়ি বগুড়া। দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও এক থেকে শুরু করে সকল আসামি প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসন ছিল নিরব ভূমিকায়। তবে ৩০’শে এপ্রিল ২০২৫ ইং তারিখে দৈনিক বাংলাদেশ সমাচার,জার্নাল বিডি ও দৈনিক আমার ভাষায় “নূর আলম হত্যাকাণ্ডের রহস্য কি ছিল” শিরোনামে সংবাদ প্রকাশের পর ১২’ই মে ২০২৫ ইং তারিখে আনুমানিক বিকাল ৬ঃ১৫ মিনিটে মামলার ১ নং আসামি মোঃআব্দুল বাসেদ আকন্দ পিতাঃআনহার আলী ও একই মামলার ৪ নং আসামি মোঃ জহুরুল ইসলাম পিতা:আফজাল উভয়ের সাং-বড় দেশমা,খরনা,শাহজাহানপুর,বগুড়া কে গোপন তথ্যের ভিত্তিতে দেশমা বাজার থেকে গ্রেফতার করে RAB-12 বগুড়া।RAB-12 কে এই সুষ্ঠু অভিযান পরিচালনা করার কারণে হৃদয়ের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।তার সাথে বাকি আসামিদের আইনের আওতায় এনে RAB-12 বগুড়া মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে সুষ্ঠ বিচারের প্রত্যাশা করছি।
Viewed 101790 times