গুরু-শীর্ষ

তোমাদের এই রাজনীতিতে,
যাচ্ছে এলাকা রসাতলে!!
না শুনলে তোমাদের বাণী,
ক্ষতি হয় কাদের যানি!!
দোষ কেন হয় তোমার-আমার,
কারণ বলির পাঠা তুমি-আমি!!
গুরু-শির্ষের মত বিরোধে,
শিষ্যের হয় অবনতি।
গুরু যখন ব্যবহার করে,
তাতে কার বা কি যায় -আসে!!
যখন শিষ্য রূখে দাঁড়ায়,
হায়!!বিপদ জানি তখনি আসে!!
শিষ্য তখন ভয়ে ভয়ে,
পথ পাড়ি দেয় অতি ভয়ে।
হায়রে তুমি কেমন গুরু,
শিষ্যের সাফল্যে কেন হয় তোমার চুলকানি শুরু!!
গুরু নামের কলঙ্ক তুমি,
কেন দাও শীর্ষের নামে উস্কানি!!
গুরু গুরু বলে শিষ্য,
মুখে ফেনা তুলে যায়।
আর সেই সরলতার সুযোগ নিয়ে,
গুরু,শিষ্যের সফলতার বা
বাশের ঝাড় দিয়ে যায়।
Viewed 100 times