অভিভাবক

অভিভাবক
লেখকঃশাহজাহান রিপন।
হিংসা শুধু বৈরিতা নয়
সৃষ্টি করে বৈষম্য,
হিংসা ঘৃণা মানসিক রোগ
ধ্বংস করে সাম্য।
উদারতায় সুখ আছে ভাই
বাড়ায় মনের শান্তি,
মানবিক যারা তাদের সাথে
সবারই হয় দোস্তি।
অমানবিক মানুষই করে
অন্যায় অপকর্ম,
ধর্মের নামে তারাই করে
আছে যত অধর্ম।
বৈরাগ্যে করলে বিচার
হয়না সেথায় সুবিচার,
অনুরাগেও সৃষ্টি হয়
সমাজেতে অনাচার।
শাসন যদি করো তুমি
রেখনা মনে অনুরাগ,
পোষণ করনা কাহারো প্রতি
ব্যক্তিগত বিরাগ।
তবেই হবে ন্যায় বিচারক
ন্যায় পরায়ণ শাসক,
তবেই সবার প্রিয় হবে
শাসন হবে সার্থক।
বৈষম্যহীন মনন যাহার
সেই তো শ্রেষ্ঠ শাসক,
মন থেকে যে হতে পারে
সবার অভিভাবক।
Viewed 3460 times