July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কুলিপট্টি থেকে কামাড়গাড়ী পর্যন্ত সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থার প্রতিশ্রুতি কেউই কি রাখবেনা

আশিক সুজন,বগুড়াঃ  বিগত চার বছর আগে থেকে শহরের কুলিপট্টি থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত বিস্তীর্ণ সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থার প্রতিশ্রুতি বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি দিলেও আজ পর্যন্ত কেউই তাদের প্রতিশ্রুতি রাখেনি।এলাকাবাসীর সঙ্গে এমন বিরুপ আচরণের কারণ জানতে চায় এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়,বগুড়া শহরের কুলিপট্টি থেকে কামাড়গারীর পর্যন্ত রাস্তাটি সংস্কার হওয়ার কথা থাকলেও কোন অদৃশ্য কারণে কামাড়গাড়ী রেলঘুমটি থেকে কেন শুধু কাইলার পুকুর পর্যন্ত রাস্তা কার্পেটিং এর মাধ্যমে সংস্কার করা হয়েছে এমন প্রশ্নই বিরাজ করছে এলাকাবাসীর মনে!!তবে কেউ কি তাদের দেয়া প্রতিশ্রুতি রাখবেন না!!নাকি এই এলাকার এলাকাবাসী ট্যাক্স-ভ্যাটের আওয়াতাধীন নয়!!নাকি শহরের নাগরিক হিসেবে গণ্য করা হয় না তাদের!!তাহলে দুই যুগের ও অধিক সময় ধরে সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করে দিতে এত অনিহা প্রকাশ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।গত ১৪’ই অক্টোবর ২০২৪ ইং তারিখে বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাজাহান আলম রিপন তার বক্তব্যে বলেন,অতি দ্রুতই সড়কের সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য কর্তৃপক্ষ পিডি জমা দিয়েছেন।অতি দ্রুতই সড়কের সংস্কার ও পানির শাসনের ব্যবস্থা প্রতিশ্রুতি জানান তিনি।কিন্তু কোন অদৃশ্য কারণে কামারগারি রেলঘুমটি থেকে শুধু কাইলার পুকুর পর্যন্ত রাস্তাটি কেন কারপেটিং এর মাধ্যমে সংস্কার করা হচ্ছে এমন প্রশ্নই তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী।

 

 

Viewed 9860 times

Spread the news

1 thought on “কুলিপট্টি থেকে কামাড়গাড়ী পর্যন্ত সড়কটির সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থার প্রতিশ্রুতি কেউই কি রাখবেনা

Comments are closed.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!