“নামের কারসাজি”
নামের করেছো কারসাজি,
শিখালে নতুন রাজনীতি।
তাইতো আমি ভেবে যাই,
প্রোপাগান্ডা কে রটায়!!
হাজী সাহেব নেয় না টাকা,
উনি তো নেয় হাদিয়া।
নামের সাথে মিল থাকায়,
সবাই ভাবে আমার কথা।
নেয় সে ঝোলা মাদকের,
সকল প্রকার অপকর্মের,
দোষ চাপিয়ে দেয় আমার ঘাড়ে।
কোমোর বেঁধে নেমে অনুসন্ধানে,
হতবাক আমিই নিজে।
সত্য কখনো থাকেনা চাঁপা,
যতই দাও শাক দিয়ে মাছ চাঁপা।
সত্য এখন উন্মোচিত,
সাজাও আবার নতুন নাটক।
আর চলবেন নামের কারসাজি,
বন্ধ কর তোমাদের ভূয়া রাজনীতি।
নতুন করে আকিকা দিতে হবে,
একজোড়া খাসির টাকা কি তোমার বাবা দিবে!!
নামের সাথে মিল থাকায়,
পড়েছি যে জ্বালায়!!
যদি তুমি সাংবাদিক হতে,
তাহলে না জানি আরো কি করতে!!
_আশিক সুজন।
Viewed 950 times