May 21, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নিয়োগ পেলেন ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন

জাতীয় ডেস্কঃ

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী অবশেষে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক মন্তব্যের কারণে বাদ পড়েছিলেন তারা।
মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুনের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পিএসসি এই বিসিএসে ২১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল।পরে ৩০ ডিসেম্বর আগের নিয়োগ বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‌নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন ক্যাডারে ১৮৯৬ জন‌ নিয়োগ পান।
এরপরই নিয়োগবঞ্চিত প্রার্থীরা আন্দোলনে নামেন। তখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি। তবে তাদের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে। পরে প্রার্থীরা আবেদন করেন। তার প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) ১৬২ জন নিয়োগ পেলেন।

 

Viewed 300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!