“অতীত ও বর্তমান”

লেখকঃআশিক সুজন।
অতীতের সব কথা ভূলে গিয়ে,
বর্তমান কে সবাই আকরে ধরে।
উপকারীর কথা ভূলে,
সবাই যেন তার ক্ষতি করে।
ভয় শুধু তাদের একটাই,
ও যদি উপরে উঠে যায়।
যদি সে উপরে উঠে,
আমাদের সবার ক্ষতি করে!!
উপকারী ব্যাক্তি শুধু,
সবার উপকারের কথা ভাবে।
কি করলে উপকৃত হবে,
এলাকার জনসাধারণের।
এই ভাবনা সে একাই ভাবে,
অন্য সবাই তার পা টেনে ধরে!!
তারা ভূলে যায় সে নিচে পড়লে,
ভূকবে সবাই ধীরে ধীরে।
ঐ ছিল যে তাদের বটবৃক্ষ,
তারা মনে করে সে তৃতীয় পক্ষ।
বাস্তবতা তারা বুঝবে সেদিন,
যেদিন সে আর থাকবে না-কো!!
Viewed 1000 times