“রঙ্গিন ফানুস”

বসে বসে দেখছি আমি
আজ তোমাদের’ই রাজনীতি!!
তোমরা মনে হয় ভূলে গেছে,
রাজনীতি যে আমিও পাড়ি!!
রাজনীতি যখন করবো আমি,
হারিয়ে যাবে সবি যানি!!
বর্তমান দলের নাম ভাঙ্গিয়ে,
জানিনা আর কত খাবে!!
যখন ছিল নৌকা,
তখন ধরেছিলে ছিলে বৈঠা!!
এখন তোমার ধানের শীষ,
সবাই বুঝে-শুনে কথা বলিস!!
দ্বীতীয় স্বাধীনতার সাথে সাথেই,
দেখেছি তোমাদের রঙ্গিন বেশ।
কিভাবে এত বদলে গেলে,
সবার অবদান ভূলে কি গেলে!!
ভুলে কি গেছো আগের কথা,
বাঁচিয়ে ছিলাম আমি যথা-তথা।
ধরো এখন নেই তো আমি,
সবাই তোলে তোমার ধ্বনি।
এইতো কদিন আগে তোমরা,
কাঁদলে আমার কাছে যেথা।
সরল মনে এগিয়ে গিয়ে,
নামলাম আমি একা যুদ্ধে সেথা।
পাইনি কেন বল তুমি,
সেথায় আমি তোমাদের দেখা!!
যুদ্ধ আমি একা চালিয়ে যাই,
সুবিধা আমি নেইতো পাই!!
কার নাম ভাঙ্গিয়ে খাচ্ছ জানি,
খেতে থাকো দিবা-রাত্রি!!
আমি এক সামান্য মানুষ,
কি করবো এত তোমাদের রঙ্গিন ফানুস!!!
Viewed 460 times