“পাগলের প্রলাপ”

লেখকঃআশিক সুজন।
পাগল পাগল বলে লোকে,
আসলে কি পাগল সে!!
নাকি সে ভান ধরেছে,
যেন লোকে তাকে পাগল বলে।
পাগলের প্রলাপ বলছে সে,
মিথ্যাচার করছে সে।
এই পাগল কি বিচার হবে,
তা স্বয়ং আল্লাহ ভালো জানেন।
পাগল পাগল বল যারে,
সে তো আসল পাগল নয়।
পাগলের ভান ধরেছে সে,
সবার চক্ষুর অন্তরালে।
সবার গুমর ফাঁসের জন্য,
পাগলের বেশে আছে সেজন্য।
পাগল পাগল বল যারে,
সে তো আসল পাগল নয়।
পাগলের বেশে আছে সে যে,
সবার মুখোশ খোলার জন্যে।
Viewed 750 times