সাধু:০২

লেখকঃআশিক সুজন।
সাবু বাবার প্রতিটি ভূলের,
খেসারত দেবে গুনে গুনে।
সাধু বাবা চায় সে সব,যেন সে একাই খাবে,
কিন্তু সাধুর দৃঢ় ভূলে,খাবার পায় না যেন পাতে!!
এতেই সাধু চরম ক্ষ্যাপা,
কেন দেয় না তাকে ভাতা!!
যতই লাফাও তুমি সাধু,
পরবে তুমি তোমার জ্বালে।
খুরতে গিয়ে অন্যের করব,
পরবে তাতেই তুমি ঘুরে-ফিরে।
এতই যখন তুমি সাধু,
পুলিশ দেখলে কেন বুক করে দুরু-দুরু!!
সবাই কে তখন একা ফেলে,
কেন তুমি যাও পালিয়ে!!
তখন বল বাঁচাও বাঁচাও,
এইবারি শেষ,মাফ কর আমায়।
সাধু বাবার সাথে এখন,
চান্দু বাবা যোগ হয়েছে।
চান্দু বাবা দোকান ছেরে,
যোগ দিয়েছে সাধুর দলে।
চান্দু বাবা কি ভূলে গেছে,
তার যে অনেক অতীত আছে!!!
Viewed 530 times