সাধু:০১

লেখকঃআশিক সুজন।
নামবো এবার কোমর বেঁধে,
দেখতে হবে জগত টা কে।
অন্য কারো কুদৃষ্টিতে,
হয় না ক্ষতি অন্ধকারে।
দেখাবো এবার আমার চোখে,
সাধুর বেশে যারা আছে।
চরিত্র টা কেমন তাদের?
ফুলের মতন কি সৌরভের?
এমন কথায় ভাবছো নাকি,
সাধুর ঝাকিতে না-কি নেকি আর নেকি!!
সাধু আবার নামাজ পরে,
গরিবের পেটে লাথি মেরে।
সাধু বাবার একটু নেশা,
গাঁজা,মদ আর একটু বাবা।
পরের ঘরের খবর যেনে,
করবে ক্ষতি সুযোগ বুঝে।
কেউ যদি তার পরিশ্রমে,
উঠতে ধরে উপর দিকে।
ধরতে হবে তার পা টেনে,
নয়তো বা তার গীবত করে।
যা করেনি তাও সাজায়ি,
মিথ্যা বলবে রং মাখিয়ে।
মিথ্যা বলা পেশা তাদের,
ক্ষতি করা নেশা তাদের।
পরছে সাধু ধিরে ধিরে,
যাচ্ছে সাধু নিচের দিকে।
বুঝুক সাধু পড়ে গেলে,
ব্যাথাটা কেমন লাগে!!
Viewed 660 times