বাস্তবতার আয়না!!

লেখকঃ-মো:ইমরুল কায়েস।
জীবন চলে নদীর স্রোতে, বাঁকে বাঁকে ধাক্কা খায়,
স্বপ্নগুলো বুদ্বুদের মতো, নিমেষেই কোথায় যায়।
ভোরের রোদে স্বপ্ন জাগে, সন্ধ্যায় হারায় ঘনায়,
হাসির মাঝে লুকিয়ে থাকে অশ্রুর গোপন ছায়া।
আলো-ছায়ার খেলা যে চলে প্রতিটি মানব প্রাণে,
কেউ বা খোঁজে সুখের আলো, কেউ ডুবে যায় টানে।
চাইলে কি সব মেলে হাতে? নিয়তি হাসে চুপে,
আকাশ যতই ডাকুক তোকে, পাখা মেলে কে উড়ে?
পথে পথে ধুলো জমে, পায়ে লেগে যায়,
কে কার কথা ভাবে বলো, সময় কোথায়?
বন্ধু হয়ে পাশে এসে দাঁড়ায় ঠোঁটের হাসি,
পেছনে গিয়ে কেটে দেয় বিশ্বাসের ফাঁসি।
ধন-দৌলত, নাম-কীর্তি, সবই ক্ষণিক খেলা,
শেষ বিদায়ের বাঁশি বাজে, হারিয়ে যায় মেলা।
তবু কেনো ছুটে চলে মন, মায়ার মিছিলে?
বাস্তবতার হিসেব বড়ো, গুনতে হয় পলে পলে।
তাই তো আজও দাঁড়িয়ে আছি, বাস্তবতার দ্বারে,
মিথ্যের মুখোশ খুলে
দেখবো, সত্যি কোথায় সারে?
Viewed 140 times