কল্প কথা

লেখকঃআশিক সুজন।
কথা শুনে গাছের পাখি,
উরে যাবে তাতো জানি।
অবুঝ প্রাণী তারাও বোঝে,
সামাজিকতা কাকে বলে!?
কথা বলার নেইকো ধরন,
কেন খুঁজবে তুমি অন্যের চরন!!
কর্ম হোক যেমন তেমন,
সামাজিকতার আছে প্রয়োজন।
নিজ দায়িত্বে উদাসীন,
তবে ভুল ধরবে সারাদিন।
সফলতার দেয় সে বাঁধা,
সবাইরে ফেলে গোলক ধাঁধায়।
কাজের বেলায় ঠনঠনা,
কথা শুনাতে চায় মনগড়া।
বুদ্ধিজীবী চায় সে হতে,
বোকার স্বর্গে সবাইকে রেখে।
লক্ষ তার নেইতো ঠিক,
ঘুরে বেড়ায় দিকবিদিক।
শুনাতে চায় সবাইকে সে,
তিনিই একমাত্র শ্রেষ্ঠ যে।
নিজেকে বড় ভাবে তো সে
লোকে কি বল্লো তাতে তার কি বা আসে!!
ছরায় শুনায় অন্য কারো
আচ্ছা!!লিখতে তুমি সত্যি কি পারো!!
Viewed 1020 times