May 20, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ফারাক্কা ইস্যুতে সরকার এখনই ভারতকে কিছু বলতে চায় না:রিজওয়ানা

ডেক্স রিপোর্টঃ ফারাক্কা ইস্যুতে সরকার এখনই ভারতকে কোনো কথা বলতে চায় না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ফারাক্কা চুক্তি নবায়নের এখনো দেড় বছর বাকি আছে। তবে পদ্মার পানির ন্যায্য হিস্যা  পেতে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। সময় হলে কথা তোলা হবে। আমাদের অবস্থান পরিষ্কার করব।

সোমবার দুপুরে রাজশাহীর চারঘাটে পদ্মার শাখা বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

 

বড়াল নদে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে সোমবার পদ্মা-বড়ালের ওই উৎসমুখ পরিদর্শনে যান উপদেষ্টা।

 

এ সময় তিনি আরও বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের ১৮ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইসগেট অপসারণ করা হবে।

 

দেশে বালু দস্যুতা এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, সারা দেশে এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। তারা কোথায় কী করছেন আমরা পর্যবেক্ষণ করছি।

 

পদ্মায় পানি না থাকার বিষয়ে উপদেষ্টা বলেন, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। আর ভারতের কাছ থেকে পদ্মা নদীর ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে।

 

এ সময় পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।

Viewed 250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!