May 20, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

৮ মাসের সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন এই অভিনেত্রী

বিনোদন ডেক্স রিপোর্ট: বলিউড অভিনেত্রী রুখসার রহমান। ‘পিকে’, ‘সরকার’, ‘গড তুস্সি গ্রেট হো’ এবং ‘উরি’র মতো সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। সম্প্রতি এ অভিনেত্রী নিজের ব্যক্তি জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।

হিউম্যানস অফ বম্বে-কে দেওয়া এক সাক্ষাতকারে রুখসার জানান, মাত্র ১৭ বছর বয়সে দীপক আনন্দ পরিচালিত ‘ইয়াদ রাখেগি দুনিয়া’ সিনেমার মাধ্যমে তার অভিনয়ে যাত্রা শুরু হয়। এরপর তিনি ঋষি কাপুরের বিপরীতে ‘ইন্তেহা প্যায়ার কি’ সিনেমাতেও অভিনয় করেন।

কিন্তু তার অভিনয়ের প্রতি পরিবারের অনাগ্রহ ছিল প্রবল। রুখসারের কথায়, ‘আমার মা-বাবা আমাকে অভিনয় ছাড়িয়ে জোর করে বিয়ে দিয়ে দেন।’

মাত্র ১৯ বছর বয়সে তিনি এক কন্যাসন্তানের মা হন, নাম রাখেন আয়েশা।

রুখসার বলেন, ‘আয়েশাকে পেয়ে মনে হয়েছিল নতুন একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি। বাইরে থেকে সব ঠিকঠাক দেখাত, কিন্তু ভেতরে ভেতরে দাম্পত্যে ফাটল ধরছিল। ’

তবে জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত নেন এক রাতে। ৮ মাসের শিশু আয়েশাকে কোলে নিয়েই স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান তিনি।

অভিনেত্রী বলেন, ‘এক রাতে আমি যতটুকু সম্ভব গুছিয়ে নিলাম আর চুপিচুপি বেরিয়ে পড়লাম। আয়েশা তখন ঘুমিয়ে ছিল, কিছুই জানত না—আমাদের জীবনটা বদলে যেতে চলেছে। বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম, ‘আমি কি ঠিক করছি?’ কিন্তু আমি জানতাম, আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি। যখন বাবার দরজায় গিয়ে দাঁড়ালাম, তিনি কিছু না জিজ্ঞেস করেই শুধু বললেন, ‘তোমার সবকিছু ঠিক হয়ে যাবে।’

পরে জীবিকা নির্বাহের জন্য তিনি উত্তরপ্রদেশের রামপুরে একটি পোশাকের দোকান খোলেন। কিন্তু অভিনয়ের টান তাকে ছাড়েনি। ধীরে ধীরে তিনি আবার পর্দায় ফিরতে শুরু করেন। প্রথমে ছোটখাটো চরিত্রে তিনি অভিনয় করেছিলেন।

 

 

পরবর্তীতে তিনি পরিচালক ফারুক কবিরকে বিয়ে করেন, কিন্তু ১৩ বছর পর সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়।

রুখসার বলেন, ‘বিচ্ছেদ অবশ্যই কষ্টদায়ক ছিল, কিন্তু আয়েশা তখনও আমার পাশে ছিল। আমি মনে করি, সে-ই আমাকেও বড় করে তুলেছে। একটা সময় ছিল যখন মনে হয়েছিল আমার গল্পটা শেষ। কিন্তু আমি অভিনয়কে খুব ভালোবাসতাম। যেটা আপনার জন্য তৈরি, সেটি একসময় আপনাকেই খুঁজে নেয়—যখন আপনি প্রস্তুতি শেষ হয়।’

রুখসারের এই জীবনগল্প কেবল সাহসিকতার নয়; এটি এক মা, এক নারী ও এক অভিনেত্রীর আত্মনিবেদন এবং নিজের স্বপ্নে ফেরার অনুপ্রেরণার গল্প।

Viewed 210 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!