কাজের কাজি

সকল কাজের কাজি আমি,
দুঃখীর পাশেও দাঁড়াই আমি।
তুমি যেমন আমার সাথে,
তেমনি আমি তোমার সাথে।
বুঝে শুনে কথা বলো,
আমি কিন্তু ভালো না-কো!!
হাসতে হাসতে আমি করবো …,
আমি কিন্তু একাই তোমাদের দ্বীগুন।
সামাল যদি দিতে পার তবে,
সামনা-সামনি লড়াই করতে।
পিছন থেকে গুটি না চেলে,
হ্যাডাম দেখাও না সামনে এসে।
তোমাদের এসব রাজনীতি,
দেখেছি তো অনেক আমি।
আমি কিন্তু ভালা না,
অযথা আমায় চ্যাতায়ো না।
আবোল তাবোল পাগল প্রলাপ
শুনছি আমি ধৈর্য ধরে।
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে,
জবাব দিব সব একবারে।
Viewed 320 times