July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলার ৩ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ৮ মঙ্গলবার মোছাঃ আয়েশা আক্তার বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন যে, গত ৭ এপ্রিল বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় পৌর পার্কের গেট থেকে অজ্ঞাতনামা ৩-৪ জন আসামী তার ছেলে মাশরুককে সিএনজি করিয়া অপহরণ করিয়া অজ্ঞাতনামা স্থানে নিয়া গিয়ে তার ছেলের নিকটে ৫০ হাজার টাকা মুক্তিপণ হিসাবে দাবি করে। তাদের চাহিত টাকা না দেওয়ায় আসামীগণ বাদীনির ছেলেকে কিলঘুষি ও চড়থাপ্পর মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় ছেলাফোলা জখম করে। পরবর্তীতে আসামীরা তার ছেলের বন্ধুদের নিকট হতে বিকাশের মাধ্যমে ১৫ ১৫ হাজার টাকা ও তার ছেলের ব্যবহৃত VIVO S1 মোবাইল ফোন মুক্তিপণ বাবদ নিয়ে বাদীনির ছেলে ভিকটিম মাশরুককে গত ৭ এপ্রিল আনুমানিক ১১ টা ৫০ মিনিটে ছেড়ে দিলে ভিকটিম অসুস্থ অবস্থায় সেউজগাড়ীতে তার খালার বাসায় যায়। এ সংক্রান্তে সদর থানায় এফআইআর নং-১৫, তারিখ-০৮ এপ্রিল, ২০২৫; জি আর নং-২৪৮, তারিখ-০৮ এপ্রিল, ২০২৫; ধারা-323/365/385/386/506 The Penal Code, 1860; রুজু হয়।

তাৎক্ষণিক ডিবির বগুড়া’র একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার ৯ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় বগুড়া থেকে শেরপুর গামী রোডস্থ শহরের কানছগাড়ী সন্ধানী ফার্মেসী নামক দোকানের সামনে থেকে ১ নং আসামী মোঃ মুরাদ (২৪), পিতা বুদু প্রামানিক, মাতা মোছাঃ মিনি বেগম, স্থায়ী সাং আটাপাড়া, থানা-গাবতলী, এপি/সাং কানছগাড়ী (হাওয়া এর টিনসেড বাড়ীর ভাড়াটিয়া), ২ নং মোঃ রাকিব ওরফে বগা (২০), পিতা মোঃ মোস্তফা, মাতা মোছাঃ উম্মে কুলসুম, স্থায়ী সাং মোস্তকাশি (জামগ্রাম), থানা-কাহালু, এপি/সাং-কানছগাড়ী (মিলুর বাড়ীর ভাড়াটিয়া) ও ৩ নং মোঃ মাইনুর ইসলাম (২০), পিতা মোঃ মনছুর রহমান, মাতা স্বর্না বেগম, সাং গাংগোইট, থানা-শিবগঞ্জ, এপি/সাং-কানছগাড়ী (মিলুর ৫ম তলা বাড়ীর ভাড়াটিয়া), থানা-বগুড়া সদর, সর্ব জেলা বগুড়াদেরকে গ্রেফতার করে। আসামীদের নিকট থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন এবং মুক্তিপনের নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে উল্লেখিত মামলায় আদালতে সোপর্দ করা হয়।

“সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 1750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!