April 18, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শেরপুরে হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামী গ্রেফতার 

স্টাফ রিপোর্টারঃ মামলার বাদি মোঃ শাহজাহান আলী (৭৪), পিতা মৃত সাদেক আলী মন্ডল, সাং গোসাইবাড়ী স্থানীয়পাড়া শেরপুর। গত মঙ্গলবার ৮ এপ্রিল শেরপুর থানায় মোট ১৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন তাহার ছেলে মৃত কাবিল উদ্দিন (৩৩) পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। শেরপুর উপজেলার গোসাইবাড়ী বটতলা বাজারে একটি ইলেকট্রনিক্স এর খুচরা দোকান আছে। বাদির বাড়ি ও এজাহার নামীয় আসামী মোঃ সাইফুল ইসলাম এর বাড়ি পাশাপাশি। বাদির পরিবারের লোকজনের এই মামলার আসামী সাইফুলসহ তাহার পরিবারের লোকজনের সহিত ভালো সম্পর্ক। সেই সুবাদে ডিসিজড কাবিল উদ্দিন বিভিন্ন প্রয়োজনে আসামী সাইফুল এর বাড়িতে যাতায়াত করতো এবং সাইফুলের বৌমা এই মামলার আসামী মোছাঃ সুমাইয়া খাতুন এর সহিত মাঝেমধ্যে মোবাইল ফোনে কথা-বার্তা বলতো। ডিসিজড কাবিল উদ্দিন এর যাতায়াত এবং মোবাইল ফোনে কথা বলার বিষয়টি আসামী সাইফুলসহ তাহার পরিবার ভালোভাবে নিতো না। এর ফলে আসামীগন শলাপরামর্শ করিয়া গত ৭ এপ্রিল আসামী সুমাইয়া খাতুনের এর মাধ্যমে ডিসিজড কাবিল উদ্দিনকে কৌশলে শেরপুর উপজেলার ২নং গাড়ীদহ ইউপির অন্তর্গত হাটগাড়ি তালপট্টি গ্রামস্থ আসামী সুমাইয়ার পিতার বাড়িতে ডাকিয়া নিয়ে আসে। ডিসিজড কাবিল উদ্দিন ঘটনাস্থলে আসার সাথে সাথেই আসামীরা তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, প্লাষ্টিকের পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে কাবিল উদ্দিনকে এলোপাথারীভাবে মারপিট করিতে থাকেন। এরপর আসামীগন কাবিল উদ্দিনের গামছা দ্বারা মুখ বাঁধিয়া ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০০ গজ দূরে হাটগাড়ি ঈদগাহ মাঠের পূর্ব পাশে ইউক্যালিপটাস বাগানের ভিতর নিয়ে যায় এবং ইউক্যালিপটাস গাছের সহিত রশি দ্বারা হাত-পা বাঁধে। অতঃপর আসামীরা কাবিল উদ্দিনকে উপর্যুপরী আঘাত করিয়া গুরুত্বর ফাঁটা ও ক্ষত রক্তাক্ত জখম করেন। ডিসিজড কাবিল উদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়িলে আসামীরা একটি অপরিচিত অটোরিক্সাযোগে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়। সংবাদ পাইয়া বাদিসহ তাহার পরিবারের লোকজন মঙ্গলবার ৮ এপ্রিল রাত আনুমানিক ৩ টা ১০ মিনিটে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে উপস্থিত হলে আসামীরা হাসপাতাল থেকে দ্রুত পালাইয়া যায়। শেরপুর থানার মামলা নং-০৯, তারিখ-০৮/০৪/২০২৫ খ্রিঃ, জিআর-৯৩, তারিখ-০৮/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। অভিযান পরিচালনা করিয়া এজাহার নামীয় নিম্ন বর্নিত আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি কলোনির মোঃ গোলাম আজম (২৮), পিতা মোঃ সহিদুল ইসলাম প্রামানিক।

“সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 1070 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!