“আমার ভাষা”

লেখকঃআশিক সুজন।
আমার ভাষার প্রতিষ্ঠা লগ্নে,
তুমি কি দিয়েছিলে!!
তোমার কি কোন অবদান আছে
পড়ে না তো আমার মনে!?
মুখে বড় বড় কথা বলে,
হয় কি কোন সমাধান তাঁতে!!
গাল-গল্প শুনিয়ে কি তবে,
বুঝতে কি চাও তুমি মোদের!!
ব্যান্ড যগতের মানুষ আমি,
তাই রাজনীতি টা একটু কমই বুঝি!!
হিংসে করে লাভ কি বলো,
যোগ্যতা লাগে তুমি যাই বা কর।
যোগ্য হয়ে ওঠো তবে,
সম্মানিত হতে গেলে।
আমার ভাষা আমাদের,
রইবে মোদের সকলের।
Viewed 130 times