July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ঘুষ ও দুর্নীতির অভিযোগ আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা ওসি থেকে এএসআই হলেন ০৩ বছরের জন্য 

স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়েরকৃত বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে পদাবনতি পেয়েছেন। পুলিশ বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাকে ইন্সপেক্টর পদ থেকে অবনমিত করে আগামী ৩ বছরের জন্য উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত থাকা অবস্থায় রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ৮ মার্চ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগীয় মামলার ভিত্তিতে মাসুদ রানার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে থানার দায়িত্ব থেকেও প্রত্যাহার করা হয়েছে।

 

Viewed 2320 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!