গাইবান্ধা গোবিন্দগঞ্জে ১১ লাখ টাকা ও হ্যাকিং ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

প্রকাশিতঃ২৪’শে জুন ২০২৫ ইং।
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ ১১ লাখ, ৪ হাজার ৪৯২ টাকা ও বিপুল পরিমাণ সীম কার্ড, মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইসসহ ২ হ্যাকারকে গ্রেফতার করে যৌথ বাহীনি। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের পুত্র হ্যাকার মাসুম বিল্লাহ (২৫), ও একই গ্রামের নেছাম উদ্দিনের বুলু মিয়া (৫০), তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
বিজ্ঞাপন
প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযানে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার, ৪৯২ টাকা ২২৫৪ টি সীম কার্ড, সিসি ক্যামেরা,২টি হার্ড ডিক্স,৭টি মোবাইল ফোন, টাকা গোননা করার মেশিন, ১৯ পিচ ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইসসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারনা মামলায় আদালতে প্রেরণ করা হয়।
Viewed 1790 times