July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“নজরুল বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে সহকারী রেজিস্ট্রার পদ থেকে বহিষ্কার”

ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আজ ৩ জুলাই (বৃহস্পতিবার) তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লিমন গত ১৩ মে থেকে ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। গুঞ্জন রয়েছে তিনি বিদেশে অবস্থান করছেন, যদিও কিছু সূত্র দাবি করেছে তিনি দেশেই আছেন।

এছাড়া, তার বিরুদ্ধে রয়েছে নানা বিতর্ক ও অভিযোগ। গত ৪ মে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া এক মামলায় তাকে দ্বিতীয় আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, গত বছর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। মামলাটি করেন ছাত্রদলের সাবেক নেতা মো. আশিকুর রহমান।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হাসান প্রধান বলেন, “ছাত্রলীগের যেসব সন্ত্রাসী নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে এখন বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

অভিযোগ রয়েছে, লিমন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রভাবশালী সাবেক নেতা। ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিরোধী মতের একাধিক শিক্ষার্থী তার বিরুদ্ধে নিপীড়ন, হামলা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনেছেন।

আইন অনুষদের ডিন ড. মুহাম্মদ ইরফান আজিজ জানান, “তিনি আমাকে মৌখিকভাবে ছুটির কথা বলেছিলেন। আমি লিখিত আবেদন করতে বললেও তিনি তা করেননি। আমি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান বলেন, “২১ মে তাকে ছুটি না নিয়ে অনুপস্থিত থাকার কারণে শোকজ করা হয়। কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তিনি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা না দেওয়ায় বিধি অনুযায়ী স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”

এই বহিষ্কারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা করছেন এ সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

Viewed 440 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!