বগুড়ায় অপহরণ চক্রের সদস্য খলিলুর রহমান (ওরফে) খলিল গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ১৫ জুন বিকেলে ভিকটিম গোলাম রব্বানী প্রভাসক (অবঃ) সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ। রিয়া নামে ছাত্রী পরিচয় দিয়ে একটি মেয়ে ভিকটিমকে সরকারি আজিজুল হক কলেজের গেটে আসতে বললে তিনি সেখানে যাওয়া পরে মোছাঃ কনিকা (২২), স্বামীঃ মোঃ শাহাদাত এর বাড়িতে অপহরণ করে নিয়ে যায়। সেখানে উপস্থিত ৪-৫ জন অজ্ঞাতনামা পুরুষ তাদের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার হুমকি প্রদর্শন পূর্বক তাহার পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা বাহির করে নেয় এবং আসমীগণ পরস্পর যোগসাযসে ভিকটিমকে অপহরণ পূর্বক ভিকটিমের মুক্তির জন্য তাহার পরিবারের নিকট থেকে সর্বমোট ৩৮ হাজার টাকা বিকাশে নেয় ও তার ব্যবহৃত র্স্মাট মোবাইল ফোনটি নিয়ে নেয়। পরবর্তীতে তাকে ছেড়ে দিলে তিনি অটোরিক্সা যোগে বাসায় চলে আসেন। তিনি নিজে বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উক্ত মামলা
মূল হোতাসহ তদন্তে প্রাপ্ত ২ জন আসামী গত রবিবার গ্রেফতার করা হয় এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষে র্যাব-১২, সিপিএসপি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। প্রেক্ষিতে গত ২৪ জুন, র্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া শহরের জহুরুল নগর ঠেলাপট্টি আসামীর বসত বাড়ি থেকে তদন্ত প্রাপ্ত আসামী মোঃ খলিলুর রহমান খলিল (৩৫) অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। উক্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার র্যাব-১২, সিপিএসসি এর একটি চৌকষ আভিযানিক দল জহুরুল নগর ঠেলাপট্টি আসামীর বসত বাড়ি হতে অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত মোঃ খলিলুর রহমান খলিল (৩৫), পিতাঃ আব্দুল খালেক, সাং-জহুরুল নগর ঠেলাপট্টি থেকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সঙ্গবদ্ধ অপহরণ চক্রের সাথে জড়িত। দীর্ঘদিন যাবত সুপরিকল্পিত ভাবে অপহরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রভাশালী ব্যক্তিদের টার্গেট করে অপহরণের মাধ্যমে নিজেদের জিম্মায় নিয়ে মুক্তিপণ দাবি করে। অবশেষে তাদের সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং পালাতক আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দ তৎপরতা চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হলো।
Viewed 840 times