মিডিয়া কাপ ফুটবলে উড়ন্ত শুরু যুগান্তরের

ডেস্ক রিপোর্টঃ কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দারুণ শুরু করেছে টিম যুগান্তর। পল্টনের আউটার স্টেডিয়ামে দৈনিক মানবজমিনকে ২-০ গোলে হারিয়েছে দলটি।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে শুরু হয় খেলা। ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের খেলায় বল দখলে রেখে খেলেছে টিম যুগান্তর।
প্রথম ২০ মিনিটের খেলায় কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। প্রথমার্ধে অনেকটা আঁটসাঁট রক্ষণ নিয়ে খেলেছে মানবজমিন। যার ফলে অনেক চেষ্টা করেও তাদের রক্ষণদেয়াল ভেদ করা যায়নি।
তবে দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টায় ঝাঁপায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই অর্ধের পঞ্চম মিনিটে ইমরানের গোলে খেলায় এগিয়ে যায় টিম যুগান্তর।
এরপর জ্যোতির্ময় মণ্ডলের জাল খুঁজে পেলে ২-০ গোলে এগিয়ে যায় যুগান্তর টিম। এই ব্যবধান ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে দলটি।
টিম যুগান্তরের সদস্যরা হলেন- কাজী জেবেল (অধিনায়ক), মাজহার মিথুন, হামিদ বিশ্বাস, সাদ্দাম হোসেন ইমরান, জ্যোতির্ময় মণ্ডল, চমং উ মারমা, হেলাল নিরব ও সাহাদাতুর রহমান।
টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির হোসেন।
বুধবার (২৮ মে) কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্লে-অফ খেলা অনুষ্ঠিত হবে। সেখানে টিম যুগান্তর মুখোমুখি হবে আরটিভি বনাম বাংলানিউজের মধ্যকার জয়ী দলের বিরুদ্ধে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজন করে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে গণমাধ্যমের মোট ৩২টি ফুটবল দল।
Viewed 740 times