July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে বগুড়ায় র‌্যালী ও আলোচনা সভা বুধবার

ক্রীড়া প্রতিবেদকঃ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল ২ জুলাই বুধবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব হতে বর্ণাঢ্য র‌্যালী বের হবে। র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বগুড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং বগুড়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ আয়োজনে অংশগ্রহণ করবেন। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল সকল পেশাদার সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন।

 

উল্লেখ্য, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস)। এই দিনটিকে স্মরণ করে ১৯৯৫ সাল থেকে এআইপিএস-এর অধীনস্থ সকল সদস্য দেশগুলোতে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে প্রতি বছর দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়।

Viewed 520 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!