একাধিক তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগাদের নেতৃত্বাধীন দলের। সফরে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও বাংলাদেশ, যার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তবে বাংলাদেশ সফরের আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান দল। পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে, ইনজুরির কারণে একাধিক তারকা খেলোয়াড়কে পাবে না তারা। দলের সহ-অধিনায়ক ও অলরাউন্ডার শাদাব খান ডান কাঁধের চোটে ভুগছেন। চিকিৎসকরা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, যার ফলে তাকে যুক্তরাজ্যে যেতে হতে পারে এবং কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
শুধু শাদাবই নন, পেসার নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও পুরোপুরি ফিট নন। এই দুই বোলারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এই ইনজুরির ধাক্কায় পাকিস্তান দলে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, জাতীয় দলে সুযোগ পেতে যাচ্ছেন সালমান মির্জা। এছাড়া চায়নাম্যান স্পিনার সুফিয়ান মুকিমকেও দেখা যেতে পারে এই সিরিজে।
বাংলাদেশ সিরিজ সামনে রেখে পাকিস্তান দল ইতোমধ্যে লাহোরের ন্যাশনাল ব্যাংক ক্রিকেট অ্যারেনায় অনুশীলন শুরু করেছে।
বাংলাদেশ সফরে আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি। বাকি দুটি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
Viewed 370 times