দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের

ডেস্ক রিপোর্টঃ শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরপর দুই ওভারে লংকান দুই ব্যাটসম্যান নিশান মাদুশকার পর কামিন্দু মেন্ডিসকে আউট করেন তাসকিন আহমেদ।
ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে মাদুশকাকে ফেরান তাসকিন। সপ্তম ওভারের প্রথম বলে কামিন্দু মেন্ডিসকে ফেরান দেশ সেরা এই তারকা পেসার।
সপ্তম ওভারের প্রথম বলে তাসকিনকে মিডঅফে মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন কামিন্দু। কিন্তু বল সেভাবে ভাসেনি, সেখানে ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজের নাগালের মধ্যে পড়ে যায়। দারুণ সুযোগ হাতছাড়া করেননি মিরাজ। কামিন্দুর সহজ ক্যাচ তালুবন্দি করে নেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলংকা। শুরু থেকেই শক্তহাতে বোলিং করতে থাকেন দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। যে কারণে উইকেট পেতেও দেরি হয়নি তাদের।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তানজিম হাসান সাকিব। ব্যাক লেন্থের বলে কাট করতে গিয়েছিলেন লঙ্কান ওপেনার। কিন্তু ব্যাটের বাইরের পাশ ঘেষে বল চলে যায় লিটনের গ্লাভসে।
Viewed 110 times