July 4, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আখতারকে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

খালেদ হাসান,ব্যুরো প্রধান,রংপুরঃ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এ ঘোষণা করেন তিনি।

 

এসময় নাহিদ ইসলাম বলেন, আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা।

 

দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

 

এসময় অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

 

এর আগে সকালে পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। সেখান থেকে গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুরে পথসভা শেষে বিকেলে রংপুরে আসেন এনসিপির নেতারা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে রংপুর নগরীর ডিসির মোড় অভিমুখে জুলাই পদযাত্রা শুরু করেন। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা এবং উপজেলা পর্যায় থেকে আসা শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের নানা স্লোগান পুরো এলাকা মুখর করে তোলে।

 

পদযাত্রাটি পার্ক মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজার ও টাউন হল মোড় হয়ে জিলা স্কুল সংলগ্ন ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এনসিপি নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Viewed 700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!