July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

রুহুল আমিন শাহিন,বগুড়া:  বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শেরপুর উপজেলার কোটপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার দক্ষিণ বাঁশজানী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ শাহ আলী (৪৪) এবং ছবুর উদ্দিনের ছেলে মোঃ হাসানুর রহমান শান্ত (২১)।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (নি.) মোঃ আজিজুল ইসলাম জানান, জিডি নং–৭২২ ও এনপিসিসি নং–২২৭/২০২৫ এর ভিত্তিতে তারা মাদকবিরোধী অভিযানে বের হন। অভিযানে শিক্ষানবিশ সার্জেন্ট মোকলেছুর রহমান, কনস্টেবল মনির হোসেন, ইউনুছ ও ড্রাইভার কনস্টেবল হাবিবুর রহমান অংশ নেন।
অভিযান চলাকালে “ফাইভ স্টার পরিবহন” এর একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৩-১৫৭৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সিটে থাকা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মোঃ শাহ আলীর কাছ থেকে থাকা নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অপর আসামি হাসানুর রহমান শান্ত স্বীকার করেন, তারা গাঁজা গাজীপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন ।
ঘটনাস্থলে উপস্থিত তিনজন স্বাক্ষীর সামনে টর্চলাইটের আলোতে ব্যাগ খুলে মাদক দ্রব্য জব্দ করা হয়। পরে সরকারী ডিজিটাল ওজন মেশিনে ওজন করে তা নিশ্চিত হওয়া যায়। জব্দকৃত গাঁজার মধ্য থেকে ২০০ গ্রাম নমুনা হিসেবে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কো‌র্টে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

Viewed 1860 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!