বাংলাদেশ সিরিজের আগে দুই কোচ নিয়োগ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের কোচিং প্যানেলকে নতুন করে ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক’দিন আগেই প্রধান কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দিয়েছে তারা। এবার কোচিং স্টাফে যুক্ত হয়েছে আরও দুটি নতুন মুখ।
পাকিস্তানের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকে। একইসঙ্গে দেশটির ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে হানিফ মালিককে। আর টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন নাভিদ আকরাম চিমা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করছে।এদিকে কোচিং প্যানেলে রদবদলের হাওয়ায় বাদ পড়েছেন সহকারী কোচ সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ।
জিও নিউজের প্রতিবেদন সূত্রে জানা যায়, পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বের মধ্য দিয়েই আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ে পদার্পণ করতে যাচ্ছেন সাবেক অজি পেসার নফকে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া হানিফও ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন। বিশেষ করে তরুণ ব্যাটারদের সঙ্গে তার কাজ করার সুনাম আছে। এবার যুক্ত হলেন পাকিস্তান জাতীয় দলের সঙ্গে।
আগামী ২৮ মে মাঠে গড়াবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুরুতে পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও পরে দুই দেশের বোর্ড আলোচনা করে সিরিজটিকে তিন ম্যাচে নামিয়ে এনেছে।
২৮ মে প্রথম টি-টোয়েন্টির পর সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
Viewed 910 times