July 5, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মৃত্যু হুমকির মাঝে আচমকা বিয়েবাড়িতে সালমান

বিনোদন ডেক্স:

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান গতকাল শনিবার (২৪ মে) মুম্বাইয়ে এক বন্ধুর বিয়েতে হাজির হন আচমকাই। আর স্বাভাবিকভাবেই সুপারস্টারকে দেখে সবার চোখ ওঠে কপালে। এমনকি সালমানের সঙ্গে একটু কথা বলার জন্যও বিয়েবাড়িতে পড়ে যায় হুলুস্থূল। অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেছে অভিনেতাকে।

এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে বেশ কয়েকবার মৃত্যু-হুমকি পাওয়া অভিনেতাকে মুম্বাই পুলিশ বর্তমান ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিয়েছে। আর তা নিয়েও বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলেন দাবাং খান। ছবি তুললেন বন্ধুর পরিবারের সঙ্গে, সেই সঙ্গে কথাও বললেন ভাইজান।

অনুষ্ঠানে সালমানকে বর-কনেকে বিয়ের শুভেচ্ছা জানাতে দেখা গেছে। সালমানকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কথোপকথন করতে এবং হাসতে দেখা গেছে। অনুষ্ঠানবাড়িতে প্রচুর অতিথিকে দেখা গেল সালমানের সঙ্গে কথোপকথনের চেষ্টা করতে। অনুষ্ঠানে সালমানের পরনে ছিল নীল শার্ট, ধূসর রঙের জ্যাকেট, ম্যাচিং প্যান্ট ও জুতা।

এদিকে সালমান খানের ভাই সোহেল খানও ছেলে নির্বাণ খানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এ উপলক্ষে সোহেল বেছে নিয়েছিলেন কালো টি-শার্ট ও ডেনিম। কালো টি-শার্ট, মেরুন জ্যাকেট ও ডেনিমে দেখা গেল নির্বাণকে। বিয়েতে পৌঁছে বর-কনেকে শুভেচ্ছা জানান তারা। বিয়েতে উপস্থিত ছিলেন সুরজ পাঞ্চোলি, উর্বশী ঢোলাকিয়া ও ঋদ্ধিমা পণ্ডিত।

উল্লেখ্য, সালমানকে সর্বশেষ ‘সিকান্দার’ সিনেমায় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার বিপরীতে দেখা গিয়েছিল। এআর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়ালা। তার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট থেকে। এ সিনেমায় আরও অভিনয় করেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন যোশী, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ান ও যতীন সরনা প্রমুখ।

সিকান্দার বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। গতকাল শনিবার নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিকান্দারের একটি পোস্টার শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে— ‘আমরা শুনতে পেয়েছি যে, আপনারা অনেকেই সিকান্দারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন? সিকান্দার এখানে নেটফ্লিক্সে রাজত্ব করতে প্রস্তুত।’ নেটফ্লিক্সে ২৫ মে থেকে স্ট্রিমিং হবে সিকান্দার।

Viewed 970 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!