উত্তরবঙ্গের ১৬ জেলার খেলোয়াড়রা অংশ নিতে পারবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে
“আজ রোববার সকাল থেকে বিকেএসপি’র খেলোয়াড় বাছাই”
ক্রিয়া প্রতিবেদকঃ বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আজ ৬ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি’র) উদ্যোগে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় অনুষ্ঠিতব্য বাছাই কার্যক্রমে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার খেলোয়াড়রা অংশ নিতে পারবে।
মোট ২১টি ক্রীড়া বিভাগে বাছাই অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো, আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে (বক্সিং ব্যতিত)। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি’র) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
- “সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 1320 times