বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কিশোর রিয়াদ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বার্নিঘাটা এলাকার এক কিশোর গতকাল (শনিবার) দুপুর থেকে নিখোঁজ রয়েছে। তার নাম রিয়াদ, বয়স আনুমানিক ১৭ বছর।
পরিবারের সূত্রে জানা যায়, রিয়াদ গতকাল দুপুরে বগুড়া শহরের ৭ মাথা এলাকায় ল্যাপটপ ঠিক করতে বের হয়। তবে এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রিয়াদের পরিবার জানিয়েছে, তারা চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান বা কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯১২৫০০০০১
“সম্পাদক কর্তৃক প্রকাশিত”
Viewed 1710 times