শিশু রাইয়্যানকে বাঁচাতে সহযোগিতা করুন
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলার জুমারবাড়ি বারোকোনার মোঃ ইমরান হোসেন ও ঈশা মনি আক্তারের সন্তান রাইয়্যান, গত ১৬ ডিসেম্বর ২০২২ শিশু রাইয়্যান দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়।

রাইয়্যানের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ইমরান হোসেন ছেলের চিকিৎসার ব্যয়ে নিজের ভিটেমাটি বিক্রি করেন ও তার জীবনের সমস্ত সঞ্চয়। চিকিৎসার এক পর্যায়ে রোগ কিছুটা নিয়ন্ত্রণে এলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যান্সার আবার পুরো শরীর ছাড়িয়ে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
বেঁচে থাকার একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। ছেলেকে বাঁচাতে পরিবার দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।
পরিবারের সদস্যরা বলেন,
আমাদের এই নিস্পাপ শিশুকে বাঁচিয়ে দিতে পারে। আপনারা রাইয়্যানের পাশে দাঁড়ান।
ডাচ-বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং)
মোঃ ইমরান হোসাইন
অ্যাকাউন্ট নং: ৭০১৭৫১৪৩৮৩৭৮৮
ইসলামী ব্যাংক, বড়গোলা শাখা, বগুড়া:
অ্যাকাউন্ট নং: ২০৫০৩১২০২০১৩২৮৭১৫
বিকাশ-নগদ:
মোবাইল নম্বর: ০১৭১৫-২৮৯৫১৫
রাইয়্যানের জীবনে নতুন আলো ফিরিয়ে আনতে পারে।
Viewed 1600 times

