জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে কি বলে ইসলাম
দ.আ.ভ ডেস্ক রিপোর্টঃ জুমার নামাজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুসলমানদের জন্য সাপ্তাহিক মিলন ও সমাবেশের দিন। পবিত্র কোরআনে জুমার দিনকে “সাইয়্যিদুল আইয়্যাম” বা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর গুরুত্ব ও তাৎপর্য নিম্নরূপ:
ফরজ ইবাদত: জুমার নামাজ প্রাপ্তবয়স্ক, সুস্থ, পুরুষ মুসলমানদের জন্য ফরজ বা বাধ্যতামূলক ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “হে মুমিনগণ! যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ কর। এটিই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা বোঝ।” (সূরা জুমা, আয়াত ৯) [1]।
বিজ্ঞাপন
সাপ্তাহিক সম্মেলন: এটি মুসলমানদের জন্য সাপ্তাহিক সম্মেলন। এই দিনে এক এলাকার সব মুসলমান একই স্থানে সমবেত হন, একে অপরের সাথে পরিচিত হন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করেন [1]।
বিজ্ঞাপন

গুনাহ মাফ: হাদিসে জুমার নামাজের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি ভালোভাবে ওযু করে জুমার নামাজে আসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং চুপ থাকে, তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়” [2]।
বিজ্ঞাপন

খুতবার গুরুত্ব: জুমার নামাজের আগে প্রদত্ত খুতবা মুসলমানদের জ্ঞান অর্জনের একটি মাধ্যম। খতিব সাহেবরা খুতবায় বিভিন্ন ইসলামিক বিষয়, সমসাময়িক সমস্যা ও জীবনযাপনের নির্দেশনা নিয়ে আলোচনা করেন [1]।
বিজ্ঞাপন

প্রস্তুতি ও পরিচ্ছন্নতা: জুমার নামাজের জন্য বিশেষ প্রস্তুতি ও পরিচ্ছন্নতা অবলম্বনের কথা বলা হয়েছে। গোসল করা, পরিষ্কার পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা এবং আগে মসজিদে যাওয়া মুস্তাহাব বা উত্তম কাজ [1]।
পরিশেষে বলা যায়, জুমার নামাজ কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মুসলমানদের ঈমানি চেতনা, সামাজিক সংহতি এবং আধ্যাত্মিক উন্নতির এক অনন্য মাধ্যম।
Viewed 1200 times