“ফ্রি খুঁজি সকলেই”
আমরা সবাই খুঁজি ফ্রি,
তা দেবেনা আর কোম্পানি।
প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে,
চলছে তারা দেদার্সে।
বছর গেছে পেরিয়ে,
ফ্রি তে চাই সকলে।
লক্ষটাকা ব্যায় করে,
তোমার কে কি ফ্রি দেবে।
উপার্কজন করে প্রতিষ্ঠানটি,
চালিয়ে দেখতো একবার।
তাহলেই বুঝবে তুমি,
কত ধানে কত চাল উৎপাদন হয় তোমার!!
প্রতিবারে ফ্রি নিতে,
লাজ লাগেনা একটুও চোখে।
তোমার লাগলে তুমি থাক,
তবে ফ্রি কিছুর আশা ছেড়ে।
দেও বছরে একবার ,
তাত দেখাও কত কথার বাহার।
দুই টাকা দিতে যদি,
আঘাত লাগে কলিযায়।
তাহলে বোঝ লক্ষ টাকা ব্যায় করার,
তোমাদের সাথে আমার কি আচরন করা দরকার!!
দিতে পারলেই তো ফেরেস্তা,
তা না দিলেই রাস্তার কুত্তা!!
এখন ফ্রি দিয়ে লাভ কি বল,
পাওয়ার পরে নাম জপবে অন্য কারো।
Viewed 750 times