July 7, 2025

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় দেশীয় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিকালে উপশহর পুলিশ ফাঁড়ির হাতে গ্রেফতারঃ ০৩

মোঃইমরুল কায়েসঃ বগুড়া সদরের বারপুর ফ্লাইওভারের নিচে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপশহর পুলিশ ফাঁড়ির অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), ২. মো. আরিফ (৩০), মো. রাজিব খান (৩৪)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

Viewed 560 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!