বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় দিনের বেলা বাসায় ঢুকে চুরি

মোঃ মোরশেদুল ইসলাম রবি : বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় দিনের বেলা একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সংগোপনে বাসায় ঢুকে ডেল কোম্পানির একটি ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ কিছু টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাড়ির মালিক মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলহাজ্ব একেএম শরীফ বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। সিসি ক্যামেরায় চোরের ছবি রেকর্ড হয়েছে। সেটি থানা পুলিশকে জমা দিবেন বলে জানিয়েছেন তিনি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মইনুদ্দীন জানান, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। চোরকে শনাক্ত ও গ্রেফতার করার পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে। চোরকে কেউ চিনতে পারলে নিচের নম্বরে অথবা সদর থানায় অবহিত করতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইলঃ ০১৭১২ ২৩৬৫৫০
Viewed 130 times